আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইমামের শাহাদত বার্ষিকীর সমবেদনা জানিয়ে ইমামের কয়েকটি হাদিস:
مَن لَم یجِد لِلاساءَةِ مَضَضّا لَم یکن عِندَهُ لِلاِحسانِ مَوقعٌ
১- যে ব্যক্তি কষ্ট ও ব্যাথা-বেদনা উপলব্ধি করেনি, নেকি ও অনুগ্রহ তার কাছে অর্থহীন।
مَن دَعا قَبلَ الثَّناءِ عَلَی الله و الصَّلاهِ عَلَی النَّبِی (صلی الله علیه وآله) کَانَ کَمَن رَمی بِسَهمٍ بِلا وَتر
২- যদি কেউ মোনাজাত ও প্রার্থনার পূর্বে আল্লাহ ও তাঁর রাসুলের প্রশংসা করে দোয়া শুরু করে, তবে জ্যা ছাড়াই ধনুক টানার মত।
أوشَک دَعوَةً وَ أسرَعُ إجابَةُ دُعاءُ المَرءِ لاِخیهِ بِظَهرِ الغَیبِ
৩- যে দোয়া গ্রহনের আশঙ্কা বেশি থাকে ও বাস্তবায়নের ক্ষেত্রে আশাবাদি হওয়া যায়, তা হচ্ছে মুমিন ভাই এর অজান্তেই তার জন্য দোয়া করা।
مَن أرادَ أن یکنَ أقوَی النّاسِ فَلیتَوکل عَلی الله
৪- যে বান্দা সর্বাপেক্ষা শক্তিশালী হতে চায়, অবশ্যই সর্বদা আল্লাহর উপর ভরসা করতে হবে।
أفضَلُ العِبادَةِ بَعدِ المَعرِفَةِ إِنتِظارُ الفَرَجِ
৫- আল্লাহর একত্ববাদের স্বীকৃতির পর সর্বাপেক্ষা ইবাদত হচ্ছে আবির্ভাব ও প্রশস্ততার (যুগের ইমাম ও মুক্তিদাতার) অপেক্ষা করা।
مَلْعُونٌ مَنْ اغْتابَ أخاهُ
৬- অভিশপ্ত সেই ব্যক্তি যে তার (মুমিন) ভাই এর অনুপস্থিতিতে গিবত করে।
مَنِ استَوی یوماهُ فَهُوَ مَغبُونٌ
৭- যে ব্যক্তির দুই দিন অনুরুপ হয়, অর্থাৎ দ্বীতিয় দিন পূর্বের দিন অপেক্ষা উত্তম না হয়, সে প্রতারিত ও ক্ষতিগ্রস্থ হল।
لَیسَ مِنّا مَن لَم یُحاسِبْ نَفسَهُ فی کُلِّ یَومٍ فَإنْ عَمِلَ حَسَناً استَزادَ اللهَ و إنْ عَمِلَ سیّئاً اسْتَغفَرَ اللهَ مِنهُ و تابَ اِلَیهِ
৮- যে ব্যক্তি প্রতি নিয়ত তার কর্মের বিবেচনা করে না, সে আমাদের থেকে (অনুসারী) নয়, (তার নিজ কর্ম বিবেচনার পর) যদি নেক কর্মের পরিমান বেশি হয় আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে আরো বেশি তৌফিক চাইবে, আর যদি খারাপ কর্মের পরিমান বেশি হয়, আল্লাহর নিকট ক্ষমা চেয়ে তওবা করতে হবে।
সূত্র:
১- বিহারুল আনোয়ার, খন্ড-৭৮, পৃ:-৩৩৩।
২- তোহাফুল উকুল, পৃ:-৪২৫।
৩- উছুলে কাফি, খন্ড-১, পৃ:-৪০৩।
৪-বিহারুল আনোয়ার, খন্ড-৭, পৃ:-১৪৩।
৫-তোহাফুল উকুল, পৃ:-৪০৩।
৬- বিহারুল আনোয়ার, খন্ড-৭৪, পৃ:-৩২৩।
৭- বিহারুল আনোয়ার, খন্ড-৭৮, পৃ:-৩২৬।
৮- উছুলে কাফি, খন্ড-৪, পৃ:-১৯১।
Your Comment